দামুড়হুদার কোমরপুরে মহিলাকে সর্প দংশন : কবিরাজের খপ্পরে পড়ে দিতে হলো জীবন

দর্শনা অফিস/ভ্রাম্যমা প্রতিনিধি: দামুড়হুদার কোমরপুরে এক মহিলাকে সাপে দংশন করেছে। দংশিত মহিলাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ধোঁকাবাজ কবিরাজের খপ্পরে পড়ে পড়তে হয়েছে বিপাকে। চুয়াডাঙ্গার বেলগাছি কবিরাজের বাড়িতে ঝাড়ফুঁকের সময় মারা গেলেন ৩ সন্তানের জননী হালিমা। গতকাল বুধবার ভোর ৫টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর পূর্বপাড়ার আত্তাব মোড়লের স্ত্রী হালিমা খাতুনকে ঘুমন্ত অবস্থায় ডান পায়ে বিষধর সাপ দংশন করে। সাথে সাথে হালিমার পা দড়ি দিয়ে বেঁধে চিকিৎসার জন্য নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে বেলগাছির এক ধোঁকাবাজ কবিরাজের খপ্পরে পড়ে হালিমার পরিবারের লোকজন। ডাক্তারের চিকিৎসার বদৌলতে নেয়া হয় ওই কবিরাজের বেলগাছির বাড়িতে। ৩ হাজার টাকায় বিষ নামানোর চুক্তিতে ঝাড়ফুঁক শুরু করে ওই ধোকাবাজ কবিরাজ। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন হালিমা। সুযোগ বুঝে সটকে পড়ে কবিরাজ। অবশেষে পরিবারের সদস্যরা হালিমার লাশ বাড়িতে নিয়ে আছর বাদ স্থানীয় গোরস্তানে দাফন সম্পন্ন করে। ধোঁকাবাজ কবিরাজকে খুঁজে বের করে গ্রেফতারের দাবি তুলেছে হালিমার পরিবারের সদস্যরা।