টিপ্পনী

 

খবর: (চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্রে ধর্ষণের শিকার প্রতিবন্ধী অন্তঃসত্বা)

 

বুদ্ধি-বিবেক নেই মানুষের

বলবো মানুষ কাকে,

ভালো মানুষ কোথায় আছে

কে সেই খবর রাখে।

 

নরের ছবি মুখে সেঁটে

মানুষ হতে চাও,

খাঁটি মানুষ হবে যদি

মানুষ হয়ে নাও।

 

কিন্তু মানুষ পশুর মতে

মানুষ চেনা দায়,

মানুষ নামের পশুগুলো

ছেড়ে চলো যাই!

 

আহাদ আলী মোল্লা