ছয় টুকরো লাশ ফেলতে গিয়ে ধরা পড়লেন স্কুলশিক্ষক

 

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ভয়াবহ রোমহর্ষক ঘটনা ঘটেছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার হাতে খুন হতে হয়েছে এক কলেজছাত্রকে। ক্ষুব্ধ প্রেমিকা তার প্রেমিককে হত্যা করে ক্ষান্ত হয়নি। লাশ ৬ টুকরো করে। গত সোমবার রাতে এই খুনের পর একদিন প্রেমিকার বাসার খাটের নিচে বস্তাবন্দি করে ৬ টুকরো লাশ রাখা হয়। পরদিন গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হাত-পা ও মাথাসহ ৫ টুকরো নদীতে ফেলে দেয়। লাশের বুকের অংশ আরেকটি স্থানে ফেলতে গেলে জনতার হাতে ধরা পড়ে প্রেমিকা। তার নাম আনিসা সুলতানা অ্যামি (২০)। তিনি নরসিংদী সরকারি কলেজের দর্শন বিভাগের প্রথমবর্ষের ছাত্রী। কলেজে অধ্যয়নের পাশাপাশি অ্যামি সানবীম কিন্ডারগার্টেন স্কুল গাবতলী শাখায় শিক্ষকতা করেন। হতভাগ্য প্রেমিকের নাম খোরশেদ আলম (২৩)। তিনি নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষবর্ষের ছাত্র ছিলেন। জনতার হাতে অ্যামি আটকের পর পুলিশ তার কাছ থেকে তথ্য নিয়ে শহরের পুরানপাড়ার হাড়িধোয়া নদী সংলগ্ন একটি ডোবা থেকে লাশের মাথা, দুটি হাত, দুটি পা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই বেদন মিয়া বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় হত্যামামলা দায়ের করেছেন।