চুয়াডাঙ্গায় যখন যেখানে ঈদের জামাত

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, পৌরসভা এবারও অভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনসমূহে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। শহেরর উল্লেখযোগ্য স্থানে ঈদগা ময়দানে প্রবেশদ্বার কালেমা তৈয়বা ও ঈদ মোবারক খচিত পতাকা দ্বারা সজ্জিতকরণ। হাসপাতাল, শিশুসদন, অন্ধস্কুল ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশনের জন্য স্ব স্ব কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। চুয়াডাঙ্গা শহরের ও পার্শ্ববর্তী এলাকার মুসল্লিদের সুবিধা বিবেচনা করে পবিত্র ঈদুল আজহা নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগা ময়দানে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল পৌনে ৯টায়, পুলিশ লাইন সংলগ্ন ময়দানে সকাল ৮টায়, কারাগার সংলগ্ন ৮টায়, ভি.জে স্কুলমাঠ সকাল ৮টায় (চাঁদমারী মাঠ, কোর্টপাড়া), ভি.জে স্কুল ময়দান ৮টায়, বুজরুকগড়গড়ি সিঅ্যান্ডবি ঈদগাহ ময়দানে ৮টায়, হাটকালুগঞ্জ গাঙপাড়া ঈদগাহ ময়দান সকাল ৯টা, ভিমরুল্লা ঈদগাহ মাঠ সোয়া ৮টা, বড়বাজার জামে মসজিদ ৮টা, জান্নাতুল বাকি জামে মসজিদ রেলপাড়া সোয়া ৮টা, কেদারগঞ্জ বেলায়েত হোসেন ঈদগাহে ৮টায়, আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে ৮টায়, পানি উন্নয়ন বোর্ড টেনিস মাঠ সোয়া ৮টা, চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদরাসা প্রাঙ্গণে সাড়ে ৮টায়, বুজরুকগড়গড়ি মাদরাসা প্রাঙ্গণে ৮টায়, বুজরুকগড়গড়ি বনানীপাড়া ৮টায়, ইসলামপাড়া গোরস্তান জামে মসজিদে ৮টায়, চুয়াডাঙ্গা পৌর কলেজমাঠে সাড়ে ৮টায়, পলাশপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সাড়ে ৭টায়, সাদেক আলী মল্লিকপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ৮টায়, খাদেমুল ইসলাম ঈদগাহে সোয়া ৮টায়, বেলগাছি ঈদগাহে ৮টায়, রাহেলা খাতুন বালিকা স্কুলমাঠে সাড়ে ৮টায়, পুরাতন গোরস্তানপাড়া জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত পৌনে ৯টায়, আল হেলাল ইসলামী একাডেমি মাঠে ৮টায়, নূরনগর কলোনি জামে মসজিদ সংলগ্ন মাঠে সাড়ে ৮টায়, নূরনগর ঈদগাহে ৮টায়, দৌলাতদিয়াড় দক্ষিণপাড়া ঈদগাহ সাড়ে ৮টায় ও দৌলাতদিয়াড় সরদার পাড়া ঈদগাহ ময়দানে ৮টায়, ইসলামপাড়া পুরাতন জামে মসজিদ ও ঈদগাহ ময়দান সাড়ে ৮টায়, সাতগাড়ি উত্তরপাড়া ও পশ্চিমপাড়া ঈদগাহ ময়দান সাড়ে ৮টায়, দিগড়ি ঈদগাহে সোয়া ৮টায়, তালতলা ঈদগাহে সাড়ে ৮টায়, হাজরাহাটি স্কুল ময়দান সাড়ে ৮টায়, হাজরাহাটি ঈদগাহ ময়দান সাড়ে ৮টায়, কুলচারা ঈদগাহ ময়দান সাড়ে ৮টায়, এমএ বারী ঈদগাহ ময়দান সাড়ে ৮টায়, সুমুরদিয়া জামে মসজিদ সাড়ে ৮টায়, মুসলিমপাড়া ঈদগাহ ময়দান সাড়ে ৮টায়, পীরগঞ্জ (ঠাকুরপুর) ঈদগাহ ময়দানে ৮টায় ঈদের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে। বাস্তবায়ন করবে স্ব স্ব ঈদগাহ কমিটি। এছাড়া অন্যান্য স্থানে ঈদের নামাজের সময় ঈদগাহ কমিটি নির্ধারণ করবে।

পবিত্র ঈদুল আজহার নামাজের স্থানগুলোসহ শহরে আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করার লক্ষ্যে পুলিশ সুপার, চুয়াডাঙ্গাকে অনুরোধ করা হয়েছে। ঈদের আগের রাতে আনন্দ প্রকাশের নামে নাচ, গান, মাইকিং, উচ্ছৃঙ্খলতা, পটকা, আতশবাজি বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার, চুয়াডাঙ্গাকে অনুরোধ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর রাতে এবং ঈদের তিন দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের জন্য ব্যবস্থাপক (নির্বাহী প্রকৌশলী) ওজোপাডিকো লি. চুয়াডাঙ্গাকে এবং উপমহাব্যবস্থাপক, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতি চুয়াডাঙ্গাকে অনুরোধ করা হয়েছে।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও পৌর মেয়রসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে ঈদের নামাজ আদায় করবেন। দৌলৎগঞ্জ থানাপাড়া ঈদগা ময়দানে সকাল পৌনে ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়াও উথলী ঈদগা ময়দানে সকাল ৯টায়, ধোপাখালী ঈদগা ময়দানে সকাল ৮টায়, রাজাপুর ঈদগা ময়দানে সকাল ৮টায়, খয়েরহুদা ঈদগা ময়দানে সকাল ৮টায়, মিনাজপুর স্কুল ঈদগা ময়দানে সকাল ৯টায়, সুটিয়া ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, হরিপুরে সকাল সাড়ে ৮টায়, বেনীপুর-ধান্যখোলা ঈদগা ময়দানে সকাল ৯টায়, মাধবপুর ঈদগা ময়দানে সকাল ৮টায়, রায়পুর বাজার ঈদগা ময়দানে সকাল ৮টায়, আন্দুলবাড়িয়া খাজা পারেশ সাহেব ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, হাসাদাহ স্কুল ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায় মিনিট, পনেরশতীপাড়া ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।