চীনে ছুরিকাঘাতে ৫ পুলিশ নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: চীনে বিচ্ছিন্নতাবাদীদের ছুরিকাঘাতে কমপক্ষে পাঁচ পুলিশ নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের একটি কয়লাখনিতে এ ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে বুধবার খবর জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, গত শুক্রবার আকসু এলাকার সোগান কয়লা খনিতে এ হামলার ঘটনায় ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। কয়লা খনির মালিকদের ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের চালানো বড় ধরনের এ হামলার পেছনে দীর্ঘদিনের প্রস্তুতি ও পরিকল্পনা ছিল। খবরটি যাচাইয়ের জন্য জিনজিয়াংয়ের স্থানীয় সরকার ও চীনের জননিরাপত্তা বিভাগগুলোতে যোগাযোগ করা হলেও কোনো উত্তর মেলেনি।