গাংনী প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাংনী পৌর এলাকার সাড়ে তিন হাজার হতদরিদ্র পরিবারে আর্থিক সহায়তা কার্ডের মাধ্যমে চাল বিতরণ করেছে খাদিজা-আশরাফ ফাউন্ডেশন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে খাদিজা আশরাফ ফাউন্ডেশনের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম আশরাফ ভেন্ডারের সভাপতিত্বে অনুষ্ঠিত চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ। বক্তব্য রাখেন খাদিজা আশরাফ ফাউন্ডেশনের সহসভাপতি সাহানা ইসলাম, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, উপজেলা কৃষকলীগের সভাপতি ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, গাংনী পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর নবীরউদ্দীন, যুবলীগ নেতা ফারুক হোসেন, আনারুল ইসলাম বাবু,মাহবুব হোসেন।
প্রধান অতিথির বলেন, গাংনী পৌরবাসীর সুখে-দুঃখে খাদিজা আশরাফ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। খাদিজা আশরাফ ফাউন্ডেশনের মতো সমাজের অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গাংনীর বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের মাধ্যমে পৌর এলাকার ৪ হাজার দুস্থদের জরিপ করে প্রতি মাসে ১০ কেজি করে চাল বিতরণ করে আসছে।