মাথাভাঙ্গা মনিটর: ইউরোপে সংখ্যালঘুর মানচিত্রে বড় ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে। আর এই পরিবর্তনটি ঘটবে মুসলিম শরণার্থীদের আশ্রায় দেয়ার কারণে। মধ্যপ্রাচ্যের শরণার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যককে আশ্রয় দেয়ার মাধ্যমে অপ্রত্যাশিতভাবে জার্মানিই এখন ইউরোপের সবচেয়ে বড় মুসলিম সংখ্যালঘুর দেশে পরিণত হতে পারে। গৃহযুদ্ধের মুখে দেশ ছেড়ে আসা সিরীয় শরণার্থীদের স্রোতের মুখে জার্মানিতে ইসলামের বিদ্যমান চেহারা পাল্টে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যে প্রথম পরিবর্তনটি হবে সংখ্যাগত। এতোদিন ১৯৬০’র দশকে আসা তথাকথিত তুর্কি অতিথি কর্মীরাই জার্মানির মুসলিম সমাজের প্রধান নিয়ন্ত্রক ছিলেন। নতুন শরণার্থীদের মধ্যে আফগানিস্তান, ইরাক ও অন্যান্য মুসলিম দেশের নাগরিকরা থাকলেও সিরীয়রাই সংখ্যাগরিষ্ঠ (প্রায় ৪৫ শতাংশ)। অপরদিকে ৫০ লাখ মুসলিম সংখ্যালঘু নিয়ে নিয়ে ফ্রান্স ইউরোপের শীর্ষে আছে।