কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে লরির ধাক্কায় হেলাল উদ্দিন (৩৩) নামে ৱ্যাবের এক এএসআই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার নয়মাইল কাঁচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হেলাল উদ্দিন ৱ্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পে এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
ৱ্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব জানান, বিকেল ৪টার দিকে হেলাল উদ্দিন মোটরসাইকেলযোগে তার নিজ বাড়ি পাবনার সাঁথিয়া থেকে কর্মস্থল ঝিনাইদহের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়মাইল নামক স্থানে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় একটি লরিকে অতিক্রম করতে গেলে ওই লরির ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। হেলাল উদ্দিন পাবনা সাঁথিয়ার মইনাল প্রামাণিকের ছেলে। পুলিশ লরিটিকে আটক করতে পারেনি।