নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ৮১

মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে কয়েকটি বোমা হামলায় অন্ততপক্ষে ৮১ জন নিহত হয়েছেন। গত সোমবার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সন্ধ্যায় চালানো এসব বোমা হামলায় আরো প্র্রায় ১৫০ জন আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলে শরিয়াভিত্তিক ইসলামি শাসন প্রতিষ্ঠায় লড়াইরত বিদ্রোহী-জঙ্গি গোষ্ঠী বোকো হারামের জন্ম এই প্রদেশেই। গোষ্ঠীটির সন্দেহভাজন সদস্যরা প্রায়ই প্রদেশটির বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে থাকে। ২৯ মে নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি দায়িত্ব নেয়ার পর থেকে প্রদেশটিতে এ ধরনের হামলায় ৮শরও বেশি মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদেশটির প্রধান শহর মাইদুগুরিতে তিনটি বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৫৪ জন নিহত ও ৯০ জন আহত হন।  এর প্রায় দু ঘণ্টা পর এখান থেকে ১৩৫ কিলোমিটার দূরের শহর মোঙ্গুনোতে একটি বাজারে ঢোকার মুখে তল্লাশি চৌকিতে আরো দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ২৭ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা ও হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও এ ব্যাপারে বোকো হারামকেই সন্দেহ করা হচ্ছে।