জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আলমডাঙ্গায় আলোচনাসভা অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় পৌর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৌর ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার, সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, জেলা যুবলীগ নেতা হাসু, ফকা, চঞ্চল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সম্পাদক সেলিম রেজা তপন। স্বেচ্ছাসেবক লীগ নেতা খন্দকার টুটুলের পরিচালনায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাইকা, ডিটু, ফারুক, পিন্টু, মিজান, ইকলুস, টুটুল, শ্রমিক নেতা আমিরুল, হাসিবুল, রশিদুল, শিবলী, নূর আলম, জীবন, বাপ্পি, বাপ্পা, মিজান, লিখন, বাদশা, ফাহিম, রিপন, সোহাগ, সাইফুল্লাহ প্রমুখ।