জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আলমডাঙ্গার সাবেক ছাত্রলীগ-যুবলীগের আনন্দমিছিল

 

আলমডাঙ্গা ব্যুরো: কেন্দ্র ঘোষিত চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আলমডাঙ্গার সাবেক ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে আনন্দমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা পশু হাসপাতাল থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্তম্ভের নিকট আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল রানা শাহিন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাদেকুর রহমান পলাশ ও তরিকুল ইসলাম টুকুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাবেক কমিশনার শাহিন রেজা শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাসকররা ইউপির সাবেক চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল, সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম রিফাত, আলমডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আলম হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী চন্দন, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ সালেহীন উৎপল, ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল কাদের রানা, টুটুল, মাহাবুব, কাটু, হাফিজুর, রফিকুল, শান্ত, কুমারী ইউনিয়ন যুবলীগ নেতা টাইগার, আরিফ, বাপ্পি, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগ নেতা আরিফ, নাহিদ, তৌহিদ, ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম রনি, সুমন, মেহেদী, শরিফুল, মাসুম, সজীব, রেজা, মারুফ, সাগর, রিমন, সুরুজ, মিলন, তরিকুল, সাহাবদ্দিন, রয়েল প্রমুখ।