চুয়াডাঙ্গার টেংরামারী গ্রামে ডাকাতির অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার টেংরামারী গ্রামের ওমর আলী মোল্লার ছেলে জাহিদের বাড়িতে ডাকাতি হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। তবে গ্রামবাসী বলছে প্রতিপক্ষের লোকজনকে বেকায়দায় ফেলার জন্য ডাকাতির নাটক সাজানো হয়ে থাকতে পারে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের টেংরামারী গ্রামের জাহিদ গতকাল সকালে প্রচার করতে থাকেন তার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ২ লাখ ৫৯ হাজার টাকা ও তার স্ত্রী কেকা খাতুনের কানের দুল, হাতের রুলি, সোনার চেন, রুপোর তোড়াসহ বাড়িতে থাকা প্রায় ৯ ভরি সোনার গয়নাগাটি নিয়ে যায়। পুলিশে খবর দেয়া হয়। এ ব্যাপারে সদর থানায় একটি অভিযোগও করা হয়েছে। গ্রামবাসী জানায়, অভিযোগকারীরা পনিপথে মানবপাচার মামলার আসামি। গত ১৭ সেপ্টেম্বর জাহিদের চাচা আজিজুল মেম্বারকে পুলিশ গ্রেফতার করে। এই মামলা থেকেই পার পাওয়ার জন্য এবং মামলার বাদীপক্ষকে বেকায়দায় ফেলার জন্য ডাকাতির নাটক সাজানা হয়ে থাকতে পারে। তবে পুলিশ বিচক্ষণতার সাথে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে পড়বে।