পিএসএলে সাকিব?

স্টাফ রিপোর্টার: পাকিস্তান সুপার লিগে দেখা যেতে পারে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে পিএসএলের বিদেশি খেলোয়াড়দের তালিকায় আছেন তিন ধরনের ক্রিকেটেই আইসিসি অলরাউন্ডারদের ৱ্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের। ১৫১ টি-টোয়েন্টিতে ১০টি অর্ধশতকসহ ২০.৮০ গড়ে সাকিবের রান ২ হাজার ৪৯৭। তার সর্বোচ্চ অপরাজিত ৮৭ রান। ১৯.৮৫ গড়ে ১৮৪টি উইকেট রয়েছে তার। দু বার নিয়েছেন পাঁচ উইকেট। তার সেরা বোলিং ৬ রানে ৬ উইকেট। পাকিস্তানের পাঁচ প্রাদেশিক রাজধানী লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েত্তা ও ইসলামাবাদকে নিয়ে হতে যাওয়া পিএসএলের প্রথম আসরের ২৪টি ম্যাচ হবে আগামী বছরের ৪ থেকে ২৪ ফেব্রুয়ারি। সাকিব ছাড়া পিএসএলের বিদেশি খেলোয়াড়দের তালিকায় আছেন কেভিন পিটারসেন, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, সুনিল নারাইন, জেসি রাইডার, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাসিথ মালিঙ্গারা।

Leave a comment