আলমডাঙ্গা ব্যুরো: যুবলীগের পক্ষ থেকে আলমডাঙ্গা স্টেশনের রেললাইনের ওপর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সীমান্ত এক্সপ্রেস ট্রেন স্টপেজ এবং চিত্রা, সুন্দরবন ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে আলমডাঙ্গার জন্য নির্ধারিত আসন সংখ্যা বৃদ্ধিসহ সিডিউল মোতাবেক সকল কাজের দাবিতে গতকাল বিকেলে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে আলমডাঙ্গার যুবলীগ শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে বাস্তবায়ন করতে চায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর যুবদলের সভাপতি আব্দুল গাফফার, সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, যুবলীগ নেতা আশাবুল হক ডিটু, সাইফুর রহমান পিন্টু, আবু সাঈদ পিন্টু, রাজাবুল হক মনা, ফারুক হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, জোসেফ হক, টুটুল, টগর, ইকলুস, বুলবুল, খয়বার আলী, মনিরুল ইসলাম, টিটু, কচি, শিবলী, রাশেদুল ইসলাম, বাপ্পি, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালমুন আহমেদ ডন, কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল আলম, সম্পাদক সেলিম রেজা তপন, পৌর ছাত্রলীগ সভাপতি নয়ন সরকার, সম্পাদক তমাল, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, বাদশা, ইছানুর কবীর, হাসান, মুন্না, তামিম, কাফি, মুকুট প্রমুখ।