২৫ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন ৪ ব্রিটিশ এমপি

মাথাভাঙ্গা মনিটর: ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নিজস্ব চ্যারিটি প্রজেক্ট শাপলার বাংলাদেশ কার্যক্রম পরিদর্শন করতে চার ব্রিটিশ এমপি ২৫ সেপ্টেম্বর ঢাকা আসছেন। এর মধ্যে বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ার আন মেইনসহ চার ব্রিটিশ এমপির সমন্বয়ে গঠিত কনজারভেটিব ফ্রেন্ডস অব বাংলাদেশের ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসছেন। দলটি বাংলাদেশে পরিচালিত শাপলার বিভিন্ন প্রজেক্ট পরিদর্শনসহ ঢাকা ও সিলেটে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক করবেন। দলে অন্যান্যদের মধ্যে রয়েছেন- পল স্কেলি এমপি, ডেভিড ম্যাকেনটুস এমপি, বব ব্লাকম্যান এমপি ও কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান মেহফুজ আহমেদ প্রমুখ। প্রতিনিধি দলটি এক সপ্তা বাংলাদেশে অবস্থান করবে। শাপলা চ্যারিটি সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়ন প্রজেক্ট নিয়ে বাংলাদেশ, সিয়েরালিওন, রোয়ান্ডা ও বসনিয়ায় কাজ করছে।