স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের সন্দ্বীপে কোরবানির পশুরহাটে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে সন্দ্বীপের বাতেন মার্কেট এলাকায় বসা পশুরহাটে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- জাহাঙ্গীর ও কবির। জাহাঙ্গীর পেশায় দিনমজুর আর কবির ভ্যানে করে দোকানে বিস্কুট সরবরাহ করতেন।
জানা গেছে, কোরবানির পশুরহাটের ইজারাদারের কাছে স্থানীয় এক সন্ত্রাসী মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। ওই ইজারাদার চাঁদা না দিলেও আজ সেখানে কোরবানির পশুরহাট বসে। বিকেল সাড়ে ৪টার দিকে একদল সন্ত্রাসী কোরবানির পশুরহাটে হাসিলের টাকা ছিনতাই করার চেষ্টা করে। এতে বাধা পেয়ে তারা গুলি ছুঁড়লে জাহাঙ্গীর ও কবির নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, কোরবানির পশুরহাটে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুজন নিহত হয়েছেন।