আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর জেলায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষির উন্নয়নসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নাগরিক প্লাটফরম জেলা লোকমোর্চা। লোকমোর্চা কমিটিকে আরো সুসংগঠিত করতে মেহেরপুর জেলার ইউনিয়ন পর্যায়ে লোকমোর্চা কমিটি গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে দারিয়াপুর সরকারি প্রাথমিক বালক বিদ্যালয চত্বরে দারিয়াপুর ইউনিয়ন লোকমোর্চা কমিটি গঠন করা হয়।
দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াজেদ আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র মউক‘র প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মদ। আলোচনায় অংশগ্রহণ করেন জাকারিয়া হাবিব, মোছা. শিরিনা খাতুন ও ইউপি সদস্য ফজিলা খাতুন। বিশিষ্ট সমাজসেবক হাজি আব্দুর রশিদকে সভাপতি, ফজিলা খাতুন ও আমানুল্লাহ আমানকে সহসভাপতি, মোশারেফ হোসেনকে সাধারণ সম্পাদক, জাকারিয়া হাবিবকে যুগ্মসম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট দারিয়াপুর ইউনিয়ন লোকমোর্চার কমিটি গঠন কর হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মউক‘র প্রোগ্রাম অফিসার লাবনী খাতুন।