চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের অভিযান : ইয়াবা ও ফেনসিডিলসহ দুজন আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ হিজলগাড়ি পুলিশ ক্যাম্পপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মামুন অর রশিদ মামুন ও ডিঙ্গেদহ মানিকদিহিপাড়ার মিজানুরকে ফেনসিডিলসহ আটক করেছে। আটককৃতদের ইয়াবা ও ফেনসিডিলসহ মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার ডিবির এসআই ইব্রাহিম ও এএসআই রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি-দর্শনা সড়কের হিজলগাড়ি পুলিশ ক্যাম্পের নিকটবর্তী রুহুল আলমের বাড়ির নিকট। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্যান্টের পকেটে থাকা ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের হাজি মতিয়ার রহমানের ছেলে মামুন অর রশিদ মামুনকে (৩২)। একই স্থান থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ মানিকদিহিপাড়ার নুর ইসলামের ছেলে মিজানুর রহমানকে (৩৫) আটক করে পুলিশ। পুলিশ মিজানুরের দেহতল্লাশি করে ৫ বোতল ফেনসিডিলসহ তাকেও আটক করে। আটককৃত মামুন ও মিজানুরের বিরুদ্ধে মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেছে, হিজলগাড়ি-দর্শনা সড়ক এখন মাদক পাচারের নিরাপদ রুট। হিজলগাড়ি পুলিশ ফাঁড়িতে একজন চৌকস পুলিশ অফিসার থাকলে কিছুটা হলেও মাদকচোরাকারবারী নিয়ন্ত্রণ হতো। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা পুলিশ সুপার দৃষ্টি দেবেন বলে সচেতন মহলের দাবি।[checklist][/checklist]