চুয়াডাঙ্গায় ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের সাথে মতবিনিময় করলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. জামাল হোসেন। ভ্যাট প্রদান করতে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ ওই মতবিনিময় সভায় গতকাল সোমবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ হলরুমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে জামাল উদ্দিন বলেন, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আপনাদের দেয়া ভ্যাট গোটা দেশের উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। তাই আপনি নিজে ভ্যাট দেবেন এবং অন্যদের ভ্যাট প্রদান করতে উৎসাহিত করবেন। চুয়াডাঙ্গা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার আব্দুল বাতেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সহকারী রাজস্ব কর্মকর্তা ইফতেখারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা চেম্বার্সের পরিচালক মুঞ্জুরুল আলম মালিক লার্জ, নাসির আহাদ জোয়ার্দ্দার, আব্দুল কাদের জগলু, জেলা বস্ত্রালয়ের ব্যবস্থাপক আ. রহিম, জেলা সেনেটারির শামসুজ্জামান খোকনসহ জেলার বিভিন্ন ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও তাদের প্রতিনিধিগণ।