চুয়াডাঙ্গায় বিডিএম’র আলোচনাসভা ও মতবিনিময় অনুষ্ঠিত

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিডিএম’র চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ডা. মো. নাজমুল হকের সভাপতিত্বে গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভা হলরুমে এ মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন বিডিএম’র কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ডা. মো. আক্তারুজ্জামান জোয়ার্দ্দার। সভায় নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব ডা. রবিউল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ডা. শাহরিয়ার কাজল, ডা. আশরাফুল হক শিমুল, ডা. মো. ওয়াসিম আলী, ডা. জামাল উদ্দীন, ডা. আব্দুল ওয়াহেদ স্বপন, ডা. রোকনুজ্জামান, ডা. আবুল কালাম, ডা. মোকলেছুর রহমান, ডা, আজিজুল, ডা. সাইফুল ইসলাম প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।

Leave a comment