চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছুফি উল্লাহ ও পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান, সহকারী কমিশনার মুসফিকুল আলম হালিম, জেসমিন নাহার, জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আনোয়ারুজ্জামান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা সমাজসেবা উপপরিচালক আতিয়ার রহমান, রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলাম, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রকিবুল ইসলাম, জেলা পরিসংখ্যান উপপরিচালক আমজাদ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি বলেন, পবিত্র ঈদুল আজহা যেন সুষ্ঠুভাবে উদযাপন করা যায় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলার মানুষের যেন কোনো ভোগান্তি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো ধর্মীয় অনুষ্ঠান আসলেই দেখা দেয় বিভিন্ন ধরনের অপরাধ। ওই ধরনের অপরাধ যেন সংঘটিত হতে না পারে পুলিশ প্রশাসনকে তা নজরদারি করতে হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে জেলা প্রশাসন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ।