হজের আনুষ্ঠানিকতা শুরু

মাথাভাঙ্গা মনিটর: পবিত্র মক্কা নগরী এখন ভরে আছে গোটা দুনিয়ার ৩০ লাখের বেশি হজব্রতীর পদভারে এক অপার্থিব মুখরতায়। আল্লাহর মেহমানরা ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক/ইন্নাল হামদা, ওয়ান্নি’মাতা, লাকা ওয়াল মুলক/লা শারিকা লাক…ধ্বনি-প্রতিধ্বনিতে আকাশ-বাতাস মন্দ্রিত করে তুলছেন। আল্লাহর সর্ব শ্রেষ্ঠত্ব, অসীম মাহাত্ম্য আর প্রশংসা অনুক্ষণ ঘোষিত হচ্ছে বেশুমার কণ্ঠে।

ইসলামের মূল পাঁচ স্তম্ভের অন্যতম এই পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ মঙ্গলবার মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা দেয়ার মধ্যদিয়ে শুরু হবে। গতকাল সোমবারও অনেকে মিনার উদ্দেশে রওনা হন। মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় নয় কিলোমিটার দূরে মিনা। মিনায় কেউ যাচ্ছেন গাড়িতে, কেউবা হেঁটে। হজের অংশ হিসেবে তারা মিনা, আরাফাতের ময়দান, মুজদালিফায় অবস্থান করবেন। ৮ জিলহজ মিনায় সারাদিন এবং ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করে হাজিরা প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে গিয়ে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এরপর আরাফাত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মুজদালিফায় রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন তারা। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন তারা। মিনায় বড় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছেঁটে মক্কায় পবিত্র কাবা শরিফ তাওয়াফ, সাঈ করবেন। তাওয়াফ শেষে মিনায় ফিরে ১১ ও ১২ জিলহজ অবস্থান ও প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন।

Leave a comment