ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বলেছেন, পুলিশ ও সরকারি দল বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তিনি বলেন, একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। মসিউর রহমান গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি’র কমিটি পুনর্গঠনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি নেতা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির যুগ্মসম্পাদক আব্দুল মজিদ, সভাপতি প্রভাষক কামাল হোসেন, আশরাফুল ইসলাম পিন্টু ও আরিফুল ইসলাম আনন। প্রতিনিধি সভায় উপজেলা ও উপজেলাধীন সকল ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের পর হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সম্মেলন করার সিদ্ধান্ত গৃহিত হয়।