জেলা যুবলীগ আহ্বায়কের প্রতিবাদ বিবৃতি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু এক প্রতিবাদ বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে কেন্দ্র ঘোষিত চুয়াডাঙ্গা জেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিকে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা একদল ষড়যন্ত্রকারী-কুচক্রীমহল অস্বীকার করাসহ অবৈধ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবমাননা করায় দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। ‌বিবৃতিতে ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেছেন, আমি একটি কথা বলতে চাই, আওয়ামী লীগ করতে হলে কোন নেতাকর্মীকে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। যুবলীগকে শক্তিশালী করতে হলে কেন্দ্র ঘোষিত নবগঠিত আহ্বায়ক কমিটিকে অবিলম্বে স্বাগত জানান। তা না হলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগে আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না। দৈনিক পত্রিকায় যে বিবৃতি দেয়া হয়েছে তা মিথ্যা। এরশাদ হাটাও আন্দোলনে জাতীয় পার্টির হয়ে জিপু অস্ত্র হাতে নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছে বলে যে বিবৃতি দেয়া হয়েছে তা হাস্যকর ছাড় আর কিছুই নয়। কেনো না ১৯৮১-১৯৯০ সাল পর্যন্ত এরশাদ ক্ষমতায় ছিলো আর আমি ১৯৯০ সালে পঞ্চম শ্রেণির ছাত্র ছিলাম। এখন চুয়াডাঙ্গাবাসী আপনারা বলেন, কারা সত্যবাদী, কারা আসল আওয়ামী লীগ করে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন।

Leave a comment