জীবননগর সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচাররোধে কঠোর নজরদারি

জীবননগর ব্যুরো: কোরবানির পশুর চামড়া পাচাররোধে জীবননগরের মোকাম ও সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথভাবে চামড়া পাচাররোধে কাজ করবে। ঈদের দিন থেকে পরবর্তী এক মাস পর্যন্ত সীমান্তের দিকে চামড়া পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। তবে সীমান্তবর্তী এলাকা থেকে দেশের অভ্যন্তরে চামড়া পরিবহনে কোনো বাধা দেবে না প্রশাসন।

প্রতিবছর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঈদ পরবর্তী কোটি কোটি টাকা মূল্যের চামড়া অধিক মুনাফার আশায় কতিপয় অসাধু ব্যবসায়ী জীবননগরের সীমান্তপথে ভারতে পাচার করে থাকে। এ বছর ভারতে চামড়া পাচার রোধে হার্ডলাইনে প্রশাসন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামান ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন কবির জানান, জীবননগর সীমান্ত দিয়ে চামড়া পাচার প্রতিরোধে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা কাজ করবে। ঈদের দিন থেকে এক মাস সীমান্তের দিকে চামড়া পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। সীমান্তে চামড়া পরিবহন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে সীমান্ত থেকে দেশের অভ্যন্তরে চামড়া পরিবহন করা যাবে।

খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের হিসাব অনুযায়ী, এবার কোরবানিতে খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত সাত লাখ গরু, ছাগল, মোষ ও ভেড়া জবাই করা হবে।

অভিযোগ রয়েছে, প্রতি বছর ঈদ পরবর্তী সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জীবননগর সীমান্ত দিয়ে অসাধু ব্যবসায়ীরা ভারতে চামড়া পাচার করে। এবারও চামড়া পাচারের আশঙ্কা রয়েছে। সীমান্ত পথে চামড়া পাচার বন্ধে বিজিবি কঠোর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। এ বছর ভারত থেকে গরুর আমদানি কমে যাওয়ায় দেশি পশুতেই কোরবানির চাহিদা পূরণ হবে। ফলে দেশের পশুর চামড়া ভারতে পাচার রোধে হার্ডলাইনে রয়েছে প্রশাসন।

Leave a comment