মারুফকে পিটিয়ে ও ক্ষুরের পোঁচে জখম

চুয়াডাঙ্গা শ্মশানপাড়া মোড়ের দোকানে কয়েকজনের হামলা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের বাগানপাড়ার মারুফ হোসেন ফরহাদকে ক্ষুরের পোঁচে ও পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে ৫/৬ জনের একদল যুবক তার শ্মশানপাড়া মোড়ে বৈদ্যুতিক দোকানে হামলা চালিয়ে পিটিয়ে ও ক্ষুরের পোঁচে আহত করে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতারে নেয়া হয়।

জানা গেছে, বাগানপাড়গার আবু তালেবের ছেলে মারুফ হোসনে ফরহাদ চুয়াডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রির ছাত্র। সে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। শ্মাশনপাড়া মোড়ে রয়েছে তার দোকান। গতকাল সন্ধ্যায় নিজ দোকানে বসে ছিলো। এ সময় কয়েকজন যুবক তাকে দোকানের সামনেই পিটিয়ে ও ক্ষুরের পোঁচে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা দানা বাধে।

মারুফ হোসেন ফরহাদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ সময় ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, দোকানে থাকা কিছু টাকা ওরা ছিনিয়ে নিয়ে গেছে। রাকিব চয়নসহ কয়েকন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ আহ্বায়কসহ অনেকেই তাকে দেখতে যান। তবে গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা হয়নি।

Leave a comment