মাথাভাঙ্গা মনিটর: কয়েক বছর ধরে রাজনৈতিক বাকবিতাণ্ডার পর নতুন সংবিধানের আলোকে সাত রাজ্যের কেন্দ্রশাসিত, ধর্মনিরপেক্ষ নেপালের পথচলা শুরু হয়েছে। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে দেশটির নতুন সংবিধান কার্যকর করা হয়েছে। নেপালি প্রধানমন্ত্রী সুশিল কৈরালার গণমাধ্যম উপদেষ্টা প্রতীক প্রধান বলেছেন, নেপালি জনগণের অনেক দিনের সংগ্রামের ফসল এই সংবিধান। এতে নেপালি সমাজের সব অংশের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। ২০০৬ সালে একটি শান্তিচুক্তির মাধ্যমে ১০ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটানো মাওবাদি বিদ্রোহীরা নতুন সংবিধানের দাবিটি প্রথম সামনে নিয়ে আসে। নতুন সংবিধান তৈরির জন্য পার্লামেন্ট গঠনের লক্ষ্যে ২০০৮ সালে অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনে জয় পায় মাওবাদিরা। তাদের নেতৃত্বে দেশটির ২৪০ বছরের পুরনো রাজতান্ত্রিক শাসন বিলুপ্ত হয়। কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে তীব্র মতবিরোধে পার্লামেন্ট নতুন সংবিধান প্রণয়নে ব্যর্থ হয়। পরে ২০১৩ সালের নভেম্বরে ফের নির্বাচনের মধ্যদিয়ে গঠিত নতুন পার্লামেন্ট অবশেষে নতুন একটি সংবিধান প্রণয়ন করে, যা গত বুধবার রাতে পার্লামেন্টের ভোটাভুটিতে প্রায় সর্বসম্মত সমর্থন পেয়ে অনুমোদিত হয়।