আলমডাঙ্গার রেলস্টেশনে নির্মাণ শ্রমিককে মারপিট : নির্মাণকাজ বন্ধ

আলমডাঙ্গা ব্যুরো: ২১ লাখ টাকা ব্যয়ে আলমডাঙ্গা রেলস্টেশনে ১শ ফিট লম্বা শেড নির্মাণকাজ কতিপয় যুবক বন্ধ করে দিয়েছে। প্রধান নির্মাণ শ্রমিককে মারপিট করা হলে সহকারী প্রকৌশলীসহ কাজের সাথে সম্পৃক্ত অন্য শ্রমিকরা কাজ বন্ধ করে চলে যান। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা রেলস্টেশনের আপ প্লাটফরমে ২১ লাখ টাকা ব্যয়ে ১শ ফুট শেড নির্মাণকাজ পেয়েছে পাকশীর সর্দ্দার অ্যান্ড সন্স নামের একটি ঠিকদারি প্রতিষ্ঠান। গতকাল রোববার ওই প্রতিষ্ঠান কাজ শুরু করে। কাজ শুরু হলে কতিপয় যুবক এ কাজ বন্ধ রাখতে বলে। তাদের নির্দেশ অমান্য করে মিস্ত্রিরা কাজ করতে থাকলে এক পর্যায়ে আলমগীর হোসেন নামের ঠিকাদারের প্রধান নির্মাণ শ্রমিককে মারপিট করা হয়। পরে ঠিকাদার ও প্রকৌশলীসহ সকলেই কাজ বন্ধ করে চলে যান। চাঁদা দাবি সংক্রান্ত বিষয়ে এ কাজ বন্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।