টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ঝিনাইদহ হরিণাকণ্ডুর দু গরুব্যবসায়ী নিহত

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দু গরুব্যবসায়ীর ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার যমুনা ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকে শুয়ে পড়া গরু ওঠাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও পৃথক দুর্ঘটনায় আরো দুজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতপরশু রাতে ট্রেনের ধাক্কায় নিহতরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের উম্বাদ আলী মেম্বারের ছেলে হাবিবুর রহমান পান্টু (৩০) ও একই উপজেলার সড়াতলা গ্রামের চাঁদ আলীর ছেলে তৌহিদুর রহমান সেন্টু (৩৫)।

নিহত হাবিবুরের চাচা অ্যাড. খোদা বখস জানান, কুলবাড়িয়া শড়াতলা থেকে ২০টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকার ধুপখোলায় কুরবানির হাটগুলোতে বিক্রির জন্য গত শনিবার বিকেলে রওনা দেয়। কয়েকটি গরু ট্রাকের ভেতর শুয়ে পড়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের ১০ কিলোমিটার দূরে রেললাইন সংলগ্ন সড়কে সকল গরু নামিয়ে আবার নতুন করে ট্রাকে ওঠানো হচ্ছিলো। ট্রেনের স্লিপারের সাথে বাঁধা সর্বশেষ গরুটির মালিক হাবিবুর এবং বন্ধু সন্টু খুলে আনতে যাওয়ার সময় চলন্ত ট্রেন এসে গরুসহ উভয়কে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে হাবিবুর এবং তার গরুটি মারা যায়। হাসপাতালে নেয়ার পথে সন্টু মারা যায়। গতকাল দুপর ২টায় হাবিবুরের এবং রাতে সন্টুর লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় দুজন মারা যাওয়ার খবর শুনে এলাকার শ শ মানুষ নিহতদের বাড়িতে ভিড় জমায়। সে সময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এদিকে গত শনিবার জোড়াদহ বাকচুয়া থেকে গরু বোঝাই ঢাকাগামী একটি ট্রাক লালন শাহ সেতুর উত্তর প্রান্তের অদূরে একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। দুর্ঘটনা হতে রক্ষা পাওয়ার জন্য ড্রাইভার সজোরে ব্রেক চাপলে গরু ঝোঝাই ট্রাকের ওপর ঘাস রাখার জন্য নির্মিত বাঙ্কারে বসে থাকা বাকচুয়া গ্রামের পচা সেখান থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গতকাল রাতে তার দাফন সম্পন্ন হয়। অপর এক খবরে জানা যায়, গত শনিবার দুপুরে হরিশপুর গ্রামের মোল্লাপাড়ার সাদেক মণ্ডলের ছেলে মুনিব ফকির ঢাকাতে গরু পাঠানোর জন্য ট্রাকে সাজানোর কৌশল বুঝিয়ে দিতে ট্রাকে উঠে নিদের্শনা দিচ্ছিলো। এমন সময় অসাবধানতা বশত ট্রাক থেকে পড়ে যেয়ে তার মৃত্যু হয়। এ সকল মর্মান্তিক ঘটনায় চারজন মারা যাওয়ায় স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

Leave a comment