জীবননগরে জাসদ নেতা পিন্টুর মৃত্যুবার্ষিকী পালিত

 

জীবননগর ব্যুরে: জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য জাসদ নেতা প্রয়াত গোলাম মোরশেদ পিন্টুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার জীবননগর উপজেলা জাসদের উদ্যোগে বিকেলে পিন্টুর গ্রামের বাড়ি মিনাজপুরে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন- প্রয়াত পিন্টুর বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। গোলাম মোরশেদ পিন্টুর জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন পিন্টুর রাজনৈতিক সহকর্মী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলম। উল্লেখ্য, লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গোলাম মোর্শেদ পিন্টু ২০০৭ সালে ইন্তেকাল করেন।

Leave a comment