বালক বিভাগে রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় বালক বিভাগে রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আলমডাঙ্গা চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
গতকাল রোববার বিকেলে প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ক্ষুদে ফুটবলারদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ভালো খেলার পূর্বশর্ত হলো নিয়মিত অনুশীলন। এ অনুশীলনের মাধ্যমে তোমরা কাঙ্খিত লক্ষে পৌছে যেতে পারবে। বর্তমান সরকার লেখাপড়ার পাশাপাশি খেলার মাধ্যমে তোমাদের সার্বিক বিকাশের সুযোগ তৈরি করে দিয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। শুধু জেলা চ্যাম্পিয়ন হলেই চলবে না। বিভাগ থেকে জাতীয় পর্যায়েও তোমাদের ভালো করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান। উপস্থিত ছিলেন প্রতিযোগিতার আহ্বায়ক চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রামেন্দ্রনাথ পোদ্দার, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, বালক বিভাগে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দারসহ জেলার সকল উপজেলার শিক্ষা অফিসার, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ। ফাইনাল খেলাটি পরিচালনা করেন ইখতিয়ার আহম্মেদ, শহীদুল কদর জোয়ার্দ্দার, নাজমুল হক শান্তি, আজিজুল হক শীল, হাফিজুর রহমান ও ওবাইদুল হক জোয়ার্দ্দার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহনেওয়াজ ফারুক।