রাতে মেয়েদের বাড়ির বাইরে যেতে মানা!

 

মাথাভাঙ্গা মনিটর: রাতে মেয়েদের বাড়ির বাইরে বের হওয়া ভারতীয় সংস্কৃতির সাথে যায় না বলে মন্তব্য করে আবারো সমালোচনার মুখে পড়েছেন দেশটির কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা। সম্প্রতি তিনি একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারে বলেন, মেয়েদের রাতে বাড়ির বাইরে বেরোনো অন্য যেকোনো দেশে চলতে পারে, কিন্তু ভারতে নয়। মহেশ শর্মা বলেন, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী, সমবয়সী ভাই-বোনও আলাদা ঘরে ঘুমোয়। আমাদের সবাইকে এ সংস্কৃতি মেনে চলতে হবে, শ্রদ্ধা করতে হবে। ইউরোপ এখন ভারতের দিকে তাকিয়ে রয়েছে দাবি করে তিনি বলেন, ইউরোপ এখন ভারতের মূল্যবোধ, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে। অথচ উল্টো আমরা তাদেরকেই অন্ধভাবে অনুসরণ করছি।