বাংলাদেশে সিরিজ জয়ের উপায় আবিষ্কার স্মিথের!

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের একটি উপায় আবিষ্কার করেছেন স্টিভেন স্মিথ। লাইন আর লেংথ ঠিক রেখে জায়গা মতো বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের বিরক্ত করে উইকেট তুলে নেয়ার কথা বলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। স্মিথের কাছে উপমহাদেশের উইকেট একটু অন্যরকম। এখানে ব্যাটসম্যানদের আউট করা কঠিন বলেও মনে করেন তিনি। অস্ট্রেলিয়াতে আপনি একটু বেশি আক্রমণাত্মক হতে পারেন। উপমহাদেশে ব্যাটসম্যানদের আউট করতে আপনার পথ খুঁজে বের করতে হবে। সিডনিতে সাংবাদিকদের স্মিথ বলেন, এ কারণে আপনাকে বেশি রক্ষণাত্মক হতে হবে এবং বল যখন স্পিন আর রিভার্স সুইং করতে শুরু করবে, তখন আপনি আক্রমণ করতে পারবেন। ভারতের বিপক্ষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার টেস্ট দলকে নেতৃত্ব দেন স্মিথ। তবে বিদেশের মাটিতে দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা এবারই প্রথম হতে যাচ্ছে তার। অধিনায়ক হিসেবে অনভিজ্ঞ স্মিথ নিজেও উপমহাদেশের জল-হাওয়ার সাথে মানিয়ে নেয়ার কথা বলেন। দু টেস্টের সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু ৯ অক্টোবর। ১৭ অক্টোবর ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Leave a comment