ঝিনাইদহ সরকারি কেসি কলেজের শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি পালন

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সরকারি কেসি কলেজের শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। ৮ম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্য নিরসনের দাবিকে অগ্রাহ্য করে অধ্যাপকদের বেতন-স্কেল অবমাননার দাবিতে, সিলেকশন গ্রেড পুনঃবহাল ও স্কেল আপগ্রেডের দাবিতে গতকাল শনিবার সকাল থেকে এ কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেসি কলেজ ইউনিট এ কর্মসূচির আয়োজন করে। কর্মবিরতির কারণে কলেজের সকল একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা ক্লাস না করেই বাড়ি ফিরে যায়। কর্মবিরতির কারণে শিক্ষকরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। শিক্ষকদের এ কর্মবিরতি আজ ২০ সেপ্টেম্বর পূর্ণ দিবস চলবে।