জীবননগরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি শুরু

 

জীবননগর ব্যুরো: প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ, শতভাগ পদন্নোতি ও টাইম স্কেল বহালসহ ১১ দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে। গতকাল শনিবার জীবননগর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির ফলে কিছুক্ষণের জন্য হলেও থমকে দাঁড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের।

জীবননগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক মোমিন উদ্দিন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল এ উপজেলার প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার পর্যন্ত প্রতিদিন ৩ ঘণ্টা করে কর্মবিরতি ও মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য তকারুজ্জামান তাদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি অবিলম্বে মেনে না নিলে আগামীতে শিক্ষক সমিতি বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানান।