টিপ্পনী

 

খবর: (মহেশপুরে ১১ মাসের শিশুর ১৯ ঘণ্টা হাজতবাস)

 

দিনে দিনে আমরা কোথায় যাচ্ছি

কতো লোকের লাথি-ঝাঁটা খাচ্ছি

দুঃখ-ব্যথা চরমভাভে পাচ্ছি

পুলিশ তোমার কাণ্ড দেখে নাচ্ছি।

 

দিনে দিনে আমরা কোথায় চলছি

বেহুশ হয়ে কাকে কী সব বলছি

বাবুর কথায় খুশিতে খুব গলছি

পুলিশ নিয়ে বড্ড রকম জ্বলছি।

 

দিনে দিনে আমরা কী যে হচ্ছি

আজে বাজে বেফাঁস কথা কচ্ছি

উজান হাওয়ায় উল্টো লাঙল বচ্ছি

হরেক রকম জ্বালায় জ্বলে মচ্ছি!

 

-আহাদ আলী মোল্লা

 

 

Leave a comment