হাসানের দারুণ বোলিঙে বিপদে ঢাকা মেট্রো

স্টাফ রিপোর্টার: শামসুর রহমান, মার্শাল আইয়ুব ও ইলিয়াস সানির অর্ধশতকের পরও ভালো অবস্থানে নেই ঢাকা মেট্রো। মাহমুদুল হাসানের দারুণ বোলিংয়ে জাতীয় ক্রিকেট লিগের প্রথম টায়ারের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন রংপুর। শুক্রবারের খেলা শেষে রংপুরের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১২ রান। সায়মন আহমেদ ১ ও তানভীর হায়দার ৫ রানে ব্যাট করছেন। এর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২৩৮ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো। ৩১ রানে দু উদ্বোধনী ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর অধিনায়ক মাহমুদ উল্লাহর দ্রুত বিদায় ঢাকা মেট্রোর বিপদ আরও বাড়ায়। শামসুরের সাথে ৬৮ রানের জুটিতে প্রতিরোধ গড়েন মার্শাল। তানভীরকে ফিরতি ক্যাচ দিয়ে শামসুরের (৫৪) বিদায়ে ভাঙে বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি। শামসুরের বিদায়ের পর মেহরাব হোসেন জুনিয়র ও শরিফুল্লাহ দ্রুত ফিরে গেলে আবার চাপে পড়ে ঢাকা মেট্রো। ৩ উইকেটে ১২৮ রান থেকে তাদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১২৯ রানে। ১৫১ রানে সাত উইকেট হারানো ঢাকা মেট্রোর দুইশ রান করা নিয়েই শঙ্কা জাগে। সেখান থেকে দলকে আড়াইশ রানের কাছাকাছি নিয়ে যান মার্শাল-ইলিয়াস। সর্বোচ্চ ৬৫ রান করে ফিরে যান মার্শাল। ৫২ রানে অপরাজিত থাকেন নয় নম্বর ব্যাটসম্যান ইলিয়াস। ৪৪ রানে পাঁচ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার মাহমুদুল। এছাড়া সাজেদুল ইসলাম ও সাদ্দাম হোসেন দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর: ঢাকা মেট্রো: ২৩৮ (সাদমান ১১, সৈকত ৮, শামসুর ৫৪, মাহমুদ ১৬, মার্শাল ৬৫, মেহরাব ০, শরিফ ০, জাবিদ ৮, ইলিয়াস ৫২*, শহীদ ১১, হায়দার ৫; সাজেদুল ৯-২-২৮-২, সাদ্দাম ১০-৩-৩১-২, আরিফুল ৮-১-১৮-০, শুভ ১৬-২-৬৩-০, মাহমুদুল ১৬.৪-৫-৪৪-৫, সন্দীপ ১৪-৫-২২-০, তানভীর ৫-০-২৮-১)।