মাদারহুদার মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বার্ধক্যজনিত রোগে ভুগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না…..রাজিউন)।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মৃত জব্বার আলীর ছেলে আনোয়ার হোসেন (৬৫) ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৬৫ বছর। গতকাল বেলা ১১টার দিকে গার্ড অব অনারসহ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান, সুলতান জোয়ার্দ্দার প্রমুখ। মৃতকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

Leave a comment