আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা এরশাদপুর গ্রাম থেকে ২ হাজার ৭শ টাকাসহ ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। থানা পুলিশ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করে। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গত পরশু বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ এরশাদপুর গ্রামের শরিয়ত আলীর বাড়ি জুয়োর বোর্ডে অভিযান চালায়। এ সময় ২ হাজার ৭শ ১০ টাকাসহ ৭ জুয়াড়িকে আটক করা হয়। এরা হলো- এরশাদপুর গ্রামের শরিয়ত আলীর ছেলে সেলিম রেজা (৩০), রবিউল ইসলামের ছেলে আশাদুল হক (৩২), মনিরুল ইসলামের ছেলে বিপুল হোসেন (২৩), হবিবর রহমানের ছেলে টিটু (৩০), মৃত আব্দুল করিমের ছেলে মিলন হোসেন (৩০), আবু বকরের ছেলে কুটি আলী (২৬) ও শুকুর আলীর ছেলে মিলন আলি (৩৩)।
ছবিঃ গ্রেফতার কৃত জুয়ারো।