অগ্রণী ব্যাংক যশোরের রাজারহাট শাখায় গ্রিল কেটে ২১ লাখ টাকা ডাকাতি

 

স্টাফ রিপোর্টার: অগ্রণী ব্যাংক যশোরের রাজারহাট শাখায় গ্রিল কেটে ২১ লাখ ৮ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে ব্যাংকের নৈশপ্রহরীকে বেঁধে রেখে ভল্ট ভেঙে এ ডাকাতির ঘটনা ঘটায় সঙ্ঘবদ্ধ একটি চক্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আককাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ডাকাত দল ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা দু সদস্যকে বেঁধে গ্যাস সিলিন্ডার দিয়ে গ্রিল কেটে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের ভল্ট ভেঙে ২১ লাখ ৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তিনি জানান, ডাকাতদল ব্যাংকে রাখা সিসি ক্যামেরার মেমরি কার্ডটি নিয়ে গেছে। বিষয়টি তদন্ত করা  হচ্ছে।

Leave a comment