স্টাফ রিপোর্টার: পরীক্ষাগ্রহণে অনিয়মের অভিযোগে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। বিআরডিবির যুগ্মপরিচালক স্বপন কুমার পরীক্ষা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। লিখিত পরীক্ষাগ্রহণের ক্ষেত্রে সিটপ্লানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে গতকাল শুক্রবার বিকেলে এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, রাজধানীর কাকরাইলস্থ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শতাধিক চাকরি প্রত্যাশী লিখিত পরীক্ষা দিতে এসে দেখেন সিটপ্ল্যানে অনেকেরই নাম ও রোল নম্বর নেই। যদিও তাদের প্রবেশপত্র রয়েছে। পরে তারা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় চাকরি প্রার্থীরা পরীক্ষা বাতিলের দাবি জানান।