খবর: (মোমিনপুর ইউপি সদস্য আজিজুল গ্রেফতার)
মানুষ ধরে বিদেশে নেন
নিজে থাকেন দেশে,
পয়সা নিয়ে তবিল ভরে
এবার গেলেন ফেঁসে।
টানেন তিনি জেলের ঘানি
পয়সা রেখে ঘরে,
কাণ্ড দেখে গ্রামের মানুষ
সবাই কাপে জ্বরে।
লোকটা বটে সমাজপতি
মেরে বেড়ান টাকা,
ফন্দি ফিকির করার বেলায়
বড্ড রকম পাকা!
-আহাদ আলী মোল্লা