চুয়াডাঙ্গা বড়বাজার সার্বজনীন দুর্গাপূজা ও নামযজ্ঞ কমিটি গঠন

 

সুরেশ সাহা সভাপতি কিংকর দে সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড়বাজার সার্বজনীন দুর্গাপূজা ও নামযজ্ঞ নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বড়বাজার সত্যনারায়ণ সেবাশ্রম দুর্গামন্দির কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নতুন কার্যকরী কমিটিতে সুরেশ কুমার সাহাকে সভাপতি ও কিংকর কুমার দে-কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সিনিয়র সহসভাপতি জয়দেব নাথ ও শঙ্কর কুমার দে। সহসভাপতি পবিত্র কুমার আগরওয়ালা ও পলাশ কুমার সাহা। যুগ্মসাধারণ সম্পাদক কিশোর কুমার কুণ্ডু ও উজ্জ্বল কুমার অধিকারী। সহসম্পাদক কৃষ্ণ কুমার সাধুখাঁ ও মিলন চক্রবর্তী। কোষাধ্যক্ষ উত্তম কুমার কর্মকার। সহকোষাধ্যক্ষ অমল কুমার সাহা ও প্রদীপ কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অনূপ কুমার সাধুখাঁ, যুগ্মসাংগঠনিক সম্পাদক দিপঙ্কর কুমার দে, সহসাংগঠনিক সম্পাদক মিশুল কুমার সাহা ও তাপস কুমার মিশ্র। দফতর সম্পাদক রবিন কুমার সাহা, যুগ্ম দফতর সম্পাদক শ্যামল কুমার নাথ, সহদফতর সম্পাদক তপন কুমার সেন ও অসিম কুমার নাথ, প্রচার সম্পাদক সব্যসাচী সাহা, যুগ্ম প্রচার সম্পাদক সন্তোষ কুমার সাহা, সহপ্রচার সম্পাদক অনন্ত কুমার সিংহ ও জনি সরকার। ধর্ম বিষয়ক সম্পাদক শঙ্কর কুমার দেবনাথ, যুগ্মধর্ম বিষয়ক সম্পাদক নিশিত কুমার চক্রবর্তী, সহধর্ম বিষয়ক সম্পাদক কাজল চক্রবর্তী, কার্তিক সাধুখাঁ ও কৃষ্ণ সরকার। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কৃষ্ণ পদ সাহা, সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিমুল দেবনাথ, মিলন কুমার অধিকারী ও নয়ন কুমার দে।

সুরেশ কুমার সাহা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে নতুন এ কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে। কমিটি গঠন সভা শেষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটি আসন্ন দুর্গাপূজা ও পরবর্তী নামযজ্ঞ আয়োজনের বিষয়ে আলোচনা করে।

Leave a comment