কুতুবপুরে কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ

 

বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন পরিষদের সহয়োগিতায় বিনামূল্যে কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ইউপি হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. খায়রুল আবরার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নির্মল কুমার দে ও প্রবীর কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. তালহা জুবায়ের মাসরুল, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাসেল আহমেদ, সাংবাদিক কবীর দুখু মিয়া। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব ও পরিচালনা করেন কুতুবপুর ইউপির কৃষি উপসহকারী অফিসার মো. তারিফউজ্জামান, মো.মোস্তাফিজুর রহমান ও আ. ওয়াহেদ ।

Leave a comment