জামজামি প্রতিনিধি: ঘোষবিলা গ্রামের দুবাই প্রবাসী হোসেন আলীর স্ত্রীর কাছে চাঁদা দাবি করা হয়েছে। ১ লাখ টাকা না দিলে তার কলেজপড়ুয়া ছেলেকে অপহরণের হুমকি দিয়েছে চাঁদাবাজ। মোবাইলে একের পর এক চাঁদা দাবির কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসীর স্ত্রী শাহানা খাতুন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের দুবাই প্রবাসী হোসেন আলীর স্ত্রী শাহানা খাতুনের মোবাইলফোনে গতকাল শুক্রবার অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে চরমপন্থি নেতা পলাশ পরিচয় দিয়ে ০১৮১৫৪০০৯৩৯ মোবাইলফোন থেকে ১ লাখ টাকা চাঁদা চায়। চাঁদা না দিলে তার একমাত্র ছেলে কলেজপড়ুয়া সুমনকে অপহরণের হুমকি দেয়া হয়।