সরকারি-বেসরকারি সিভিল সোসাইটির সাথে প্রতিবন্ধীদের অ্যাডভোকেসি কর্মশালা

 

ভালাইপুর প্রতিনিধি: সরকারি-বেসরকারি, সিভিল সোসাইটি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে প্রতিবন্ধীদের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে সিনেমাহলপাড়ায় প্রত্যাশার প্রকল্প অফিসে ডিআরআরএ ও এসএলএফ নেদারল্যান্ডস এর সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে কর্মশালায় স্ব-সহায়ক দলের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা। তিনি বলেন প্রতিবন্ধীতার মাত্রা অনুযাযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণনের ব্যবস্থা করতে পারলেই ঋণ সহায়তার মাধ্যমে কারো বোঝা না হয়ে প্রতিবন্ধীরাও নিজপায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হিসেবে পরিচিতি পাবে সমাজের বুকে। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু নাসির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম সুলতান, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, ব্র্যাক জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আসাদুজ্জামান।