স্টাফ রিপোর্টার: দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র সম্পাদক খ্যাতিমান সাংবাদিক নঈম নিজাম ও প্রকাশকের বিরুদ্ধে নড়াইলে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার সাংবাদিকমহল। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনের সড়কে জেলায় কর্মরত সাংবাদিক ও সুধীমহলের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাহতাব উদ্দিন, আজাদ মালিতা, জেড আলম, সরদার আল আমিন, শাহ আলম সনি, এসএম শরীফ উদ্দীন হাসু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, রাজন রাশেদ, শাহার আলী, জাহিদুল ইসলাম, মরিয়ম শেলী, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জামান আখতার প্রমুখ। বক্তারা অবিলম্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারি পরোয়ারা বাতিলের দাবি জানান।
সম্পাদকের গ্রেফতারি পরোয়ানা বাতিলের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন
