মরসুম শেষ হয়ে যেতে পারে রাফিনিয়ার

মাথাভাঙ্গা মনিটর: এ মরসুমে আর খেলা নাও হতে পারে বার্সেলোনার মিডফিল্ডার রাফিনিয়ার। কয়েক দিনের মধ্যেই ব্রাজিলের এ ফুটবলারের হাঁটুর অস্ত্রোপচার করানো হবে। স্তাদিও অলিম্পিকোতে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে রোমার সাথে ১-১ গোলে ড্র করে ফেরে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ইভান রাকিতিচের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রাফিনিয়া। মাঠে নামার মিনিট তিনেকের মধ্যেই লিগামেন্টে চোট পান তিনি।
                বার্সেলোনা বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে জানায়, কয়েক দিনের মধ্যেই অস্ত্রোপচার করানো হবে তার। রাফিনিয়াকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা বার্সেলোনা জানায়নি। তবে স্পেনের সংবাদমাধ্যমের খবর, পুরো মরসুমেই মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।