স্টাফ রিপোটার: ‘সৃজনশীল বাংলাদেশ’ গড়ার আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ হলরুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আসাদুল হক বিশ্বাস। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠা বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আব্দুল মুহিত, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, কালচারাল অফিসার জসিম উদ্দিন ও সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবায়ের মাশরুর। প্রতিযোগিতায় (একক সঙ্গীতে) লোকসঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, মুক্তিযুদ্ধের গান, গণসঙ্গীত, দেশাত্ববোধক গান, আবৃত্তি, সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, কত্থক নৃত্য, একক ও দ্বৈত অভিনয়ে সদর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা শহরের ১নং কালিপদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসা হাসান কত্থক নৃত্যে প্রথম, সাধারণ নৃত্যে দ্বিতীয় স্থান ও দেশাত্ববোধক গানে দ্বিতীয় স্থান অধিকার করে বিচারকদের নজর কাড়ে। উল্লেখ্য ইয়াসা হাসান এনটিভি কর্তৃক আয়োজিত মার্কস অলরাউন্ড প্রতিযোগিতায় কৃতিত্বের সাক্ষর রেখেছিলো। জেলা পর্যায়ে ইয়াসা হাসান যাতে আরো ভালো করতে পারে সে জন্য ইয়াসার বাবা হাসাননুজ্জামান হাসান সকলের নিকট দোয়া কামনা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুলাহ-আল-সামী। উল্লেখ্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সদর উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রতিযোগিতা সম্পন্ন হয়।