জীবননগর পৌরসভায় এবার ভিজিএফের চাল পাচ্ছেন ৩ হাজার ৮১ জন

 

জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভায় ৩ হাজার ৮১ জন দরিদ্র মানুষ এবার ঈদুল আজহার বিশেষ বরাদ্দের ভিজিএফের চাল পাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার ভিজিএফ কমিটির সভায় জীবননগর পৌর মেয়র হাজি মো. নোয়াব আলী এ তথ্য জানিয়েছেন। পৌর কার্যালয়ে মেয়র নোয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভিজিএফ কমিটির সভায় পৌর সভার ৯টি ওয়ার্ডে সুষ্ঠুভাবে দরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল আজহার বিশেষ বরাদ্দের এ ভিজিএফ চাল বিতরণে মতামত জানিয়ে বক্তব্য রাখেন ভিজিএফ কমিটির সদস্য প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, দৌলৎগঞ্জ কাজার কমিটির আহ্বায়ক এমআর বাবু, পৌর সচিব জায়েদ হোসেন, পৌর প্যানেল মেয়র মশিউর রহমান, কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, আপিল মাহমুদ, হযরত আলী, সামসুজ্জামান হান্নু, নুর নবী শাহ্, মাহফুজা খাতুন বিউটি, শেফালী খাতুন ও রেখা খাতুন। সভায় জানানো হয়, এবারের ঈদুল আজহা উপলক্ষে ঈদের বিশেষ বরাদ্দ হিসেবে ৩০ হাজার ৮শ ১০ কেজি চাল পাওয়া গেছে। যা ঈদের আগেই ৩ হাজার ৮১ জন দরিদ্রের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হবে।